এক প্রজন্ম পার হলে, সে হবে অতীত -
এক নতুন ভবিষ্যতের কাছে।
কাল চক্রের বাহিরে যে স্বয়ং কাল ও নেই।
ভালোবাসা, দম্ভ, অশ্রু,অহংকার, ক্ষোভ -
সবই যে নিয়তির বৃত্তে উধাও হয়ে যাবে।
নিশ্চিত শুধু থেকে এক অনিবার্য শেষ -
সবই যে ছলনার এক আশ্চর্য গোলকধাঁধা।
ক্ষুদ্র তৃণ থেকে দৈত্যাকার বৃক্ষ সবারই যে -
রয়েছে কালচক্রের মধ্যে অনন্য অবদান।
যে ফুল সুবাস দেবে সে দেখতে সুন্দর -
তো নাও হতে পারে, কিন্তু তাঁরও মধ্যে -
থাকবে এক ভিন্ন্য চিত্তগ্রাহী মোনমোহক গুণ।
তুলার মতন মেঘ মরুর আকাশে জমায়েত -
হলেই যে বৃষ্টি নেমে উত্তপ্ত বালির তৃষ্ণা -
মেটাবে শীতল করে, কে জানে ?
কোনো কিছু না জানার মাঝে মানুষের -
এই অলীক জগতের ক্রিয়া মস্তিষ্কে -
জায়গা করে নিতে পারেনি আজও।
সে সারাজীবন যুদ্ধ চালিয়ে যায় এক -
মরীচিকার ন্যায় অধিপত্য পেতে, যা -
থেকেও নেই, থাকবেও না কোনকালে ।
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫
No comments:
Post a Comment