সূর্য ওঠার আগেও দিন শুরু হয় অনেকের -
ভাবি তাদের নিদ্রা কোথায় যেন হারিয়েছে |
লুকোচুরি খেলা নিদ্রা কেড়ে নেয় পেটের টানে -
অশান্ত জীবনে যার ঘুম পালিয়ে বেড়ায় -
অনন্ত লুকোচুরিতে প্রতিনিয়ত হারতে হয় |
একটা জোড়াতালি প্লাষ্টিক বিছিয়ে সে বসে -
পরনে ফ্রকটিও ঠিক তেমন জীর্ণ অবস্থায় |
কিছু ফুল গুছিয়ে বসে সূর্য ওঠার সাথেই -
আনাগোনা মানুষের, দর কষাকষি চলে -
মন কষাকষি, সবাই সবচেয়ে ভালো ফুল চায় |
সব ফুল যে ভালো এই কথাটি কেউ মানে না -
মেয়েটিকে দাম কমাতে হয়, সে আশ্চর্য হয়ে ভাবে,
সবই তো সমান, তফাৎ মানুষের চোখে |
কোনোটা মুর্ঝ আর কোনোটার পাপড়ি ছেঁড়া -
এমনি ঠাকুরের ফুল কেনা হয় ঠকিয়ে |
সে মাথা নিচু করে মেনে নিয়ে অল্প দাম পায় -
প্রতিবাদ পারে না করতে অনটন ও অভাবে |
একটা সংসার আছে যা একটু ছোট এখন -
ওর বাবা ছেড়ে গেছে, পৃথিবী নয় ওর মা কে -
যেমন এক গন্ধবিহীন ফুল মনের মাঝে -
নিজের মর্যাদা ধরে রাখতে পারে না |
সবাই ফুলের ভালো মন্দ দেখলো, কিন্তু -
কেও দেখলো না ওর মুখের মিষ্টি হাসি -
যা সর্বক্ষণ থাকলো এতো দরকষাকষির মধ্যে |
এতো ফুল তাও তেল মাখানো চুলে ফুল নেই -
যেমন সাগরের সামনে থেকেও তৃষ্ণা মেটে না |
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫
No comments:
Post a Comment