কত গুন্ থাকে সকলের উপকারের .
পাশেই সেই লালিমায় সজ্জিত ধ্বজা -
যা দুলেই যাচ্ছে রামচন্দ্রের সেবায় ।
সোনালী জরি জড়িয়ে আছেই চারিপাশে -
যেন হনুমানজির সুসজ্জিত সিংহাসন ।
ড্রোনাগিরির পর্বত যেন এক গুরু দায়িত্ব -
যা অনন্তকালের এর জন্ন্যে মানুষকে -
মনে করিয়ে দেবে করনের প্রতি শ্রদ্ধা
থাকলে তা কখনোই ভারবোধ হবে না ।
হাওয়া তে ঝাপ্টানি দিয়ে মনে করিয়ে দেন যে -
দায়িত্ব চলবে আজীবন, থাকতে নেই বিরতি ।
আমাদের মুক্তি আমাদের নিরন্তর কর্মে -
যেমন মাঝির মধ্যনদীতে থেমে যেতে নেই ।
হাওয়াতে নিপাট থাকে না ধ্বজা, তেমনি -
এলোপাথাড়ি বিঘ্ন হয় জীবনের একক যাত্রা ।
সেই লালে সজ্জিত সোনালী ঘেরে নিশান -
সে বারেবারে বুঝিয়ে দ্যায় যে জীবনে -
প্রস্তুত থাকতে হবে অপ্রত্যাশিত আসবার ।
স্বয়ং ঈশ্বর যদি সঞ্জীবনী না পেয়ে থাকেন -
তাহলে আমরাও যে ধূলিকণার থেকেও নগন্য .
বিপদ দেখে না পিছিয়ে সেই ভাঁড় বিশ্বাস নিয়ে -
বহন করাই হলো জীবনের মূল মন্ত্র ।
তুলসীর ওপর সে এখনো উড়ছে দায়িত্ব নিয়ে …
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫
No comments:
Post a Comment