পবিত্র সেই ঘরে দাঁড়িয়ে আজ ভাবি -
মন্দির নয় সেটা তারও অধিক কিছু ।
পবিত্র থেকে পবিত্রতম এক তীর্থস্থান -
বই শুধু নয়, শিক্ষা যেখানে মানুষ হওয়ার।
এই বাণী যদি পৌঁছে যেত, সব
অন্ধকার মনের কপাট খুলে, যেমন -
মন্দিরের ওপর পড়ে পূবের রবি।
সেই উষ্ণতায় আগলে রেখেছিলেন মন,
আর কুমোরের কাঁচা মাটির মতন -
আকার দিয়েছিলেন জন্ম নেওয়া চিন্তা।
মন্দির নয় সেটা তারও অধিক কিছু ।
পবিত্র থেকে পবিত্রতম এক তীর্থস্থান -
বই শুধু নয়, শিক্ষা যেখানে মানুষ হওয়ার।
এই বাণী যদি পৌঁছে যেত, সব
অন্ধকার মনের কপাট খুলে, যেমন -
মন্দিরের ওপর পড়ে পূবের রবি।
সেই উষ্ণতায় আগলে রেখেছিলেন মন,
আর কুমোরের কাঁচা মাটির মতন -
আকার দিয়েছিলেন জন্ম নেওয়া চিন্তা।
মাতা-পিতা দেখান এই গোলকের আলো -
আর গুরু সেখান সেই আলো চিনতে পারা।
রক্ত-মাংসের নয় উনি জননী জ্ঞানের -
যেমন কিছু বই হয় যা থাকে অদৃশ্য -
শুধু গুরুর ছায়ায় এসে তাকে পড়া যায়।
আর গুরু সেখান সেই আলো চিনতে পারা।
রক্ত-মাংসের নয় উনি জননী জ্ঞানের -
যেমন কিছু বই হয় যা থাকে অদৃশ্য -
শুধু গুরুর ছায়ায় এসে তাকে পড়া যায়।
ধরণীতে সবাই ক্ষনিকের অতিথি, তবুও -
সে অমর আমার মস্তিষ্কের কোটরে।
হাজারো প্রাণ এসেছিলো ও আসবে
সেই পবিত্রতম গুরুর স্নেহের আশ্রমে।
সে অমর আমার মস্তিষ্কের কোটরে।
হাজারো প্রাণ এসেছিলো ও আসবে
সেই পবিত্রতম গুরুর স্নেহের আশ্রমে।
আমার ঈশ্বর আছে আমারি মনে -
তাকে দেখার সেই দিব্য চোখ, সেও
ছিল তারই জীবনকালের প্রচেষ্টা।
দ্রোনা কে শুধু যে অর্জুন পায় -
বাকি রা রয়ে যায় একলব্য হয়ে।
তাকে দেখার সেই দিব্য চোখ, সেও
ছিল তারই জীবনকালের প্রচেষ্টা।
দ্রোনা কে শুধু যে অর্জুন পায় -
বাকি রা রয়ে যায় একলব্য হয়ে।
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫
No comments:
Post a Comment