তারকাটার সীমানা কি কষ্ট দিচ্ছে ?
লজ্জা হয়ে মাথা হেট্ হয়ে যায় না ?
কেন কলম দিয়ে কাটা দাগ মানুষ -
কে আলাদা করার ক্ষমতা দেবে ?
জোর কি নেই হাতে তোমার -
নাকি বুকে নেই সৎসাহস ?
সীমানা কি? কেন মানবে তুমি -
মানচিত্রে কাটা এক দাগ ?
ব্যাস, এ তো শুধু দাগ মাত্র।
প্রশ্ন করো, কে দিয়েছে অধিকার ?
কিছু অশিক্ষিত জীবের দ্বারা,
এটা ছিল রক্ত দিয়ে সিক্ত করা -
জন্মভূমির ওপর একটা চড়।
রক্তে কি টগবগিয়ে ফুটে ওঠে না?
আর কত করে থাকবে মাথা নিচু?
অবাধ পারাপার করেছে আমাদের -
আগের প্রজন্ম, আর তুমি দুপাড়ে -
দেখছো দাঁড়িয়ে আছে প্রহরী। কেন?
কিছু কোট প্যান্ট পড়া, হাতে চুরুট নিয়ে -
খেলেছিল এক নোংরা খেলা, তাদের -
সাথে মিলে এই ধরণীর বুকে জন্ম নেওয়া
কিছু বিশ্বাসঘাতক জন্ম দিয়েছিলো কলঙ্ক।
উপরে ফেলো কাঁটাতারের সীমানা -
ধূলিসাৎ করে দাও মাটিতে। মুক্ত করো !
অবাধ করো বিচরণ যেমন ছিল স্বপ্নের বাংলা।
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫
No comments:
Post a Comment