সেই প্রাচীন শহর, আমাদের রাজ্য ছিল -
কত পথ হেঁটেছি আমি যুগযুগ ধরে।
ক্লান্ত হয়নি মন, শুধু তুমি ছিলে তাই -
চলার পথ মসৃন, করেছি হাজারো বছর পার।
কত পথ হেঁটেছি আমি যুগযুগ ধরে।
ক্লান্ত হয়নি মন, শুধু তুমি ছিলে তাই -
চলার পথ মসৃন, করেছি হাজারো বছর পার।
পুরাতন হয়েছিল নতুন তোমারি ছোঁয়ায় -
নতুন কে পুরাতন হতে দেখেছি ...
মণিকর্ণিকার ঘাটে নিজেকে করেছি দাহ -
তুমি প্রতি যুগে ছিলে আমার সাথে অহরহ।
যেমন একটি জীবন একটি দিনের মতন যায় -
তোমারি কাছে এসেছি অনেক রূপে বারেবার।
যেমন কুঁড়ি থেকে ফুল হয়েছো তুমি -
তোমার আঁখি তে জগৎ নীরব ছিল...
জটার থেকে গঙ্গা বইছে কালান্তরে -
তোমারি সংবাদ জানিয়েছে আমায় কেঁদে।
কানবালা নিয়েছে অমর সমাধি গোমতীর গর্ভে -
ধরণী কে নিজের চিহ্ন দিয়েছো বারেবার।
কাঞ্চন বেশে থেকেছি চিরসুন্দর হিমালয়ে -
তৃতীয় নেত্রে দেখেছি ব্রহ্মান্ড, সর্বত্র তুমি ...
সত্য থেকে কলিযুগ, একসাথেই সিংহাসনে -
বিরাজ করেছি আরও করে যাবো চিরন্তন।
মাতৃ, কামিনী, পাপ নাশিনী এই গোলকের প্রাণ -
কমল থেকে ব্রহ্মার সৃষ্টি তাতেও করেছি বাস।
সৃষ্টির শিরোমনি আমার নৃত্যে হয়েছে নাশ -
নিরাকার রূপকে গ্রহণ করেছো যুগেযুগে …
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫
No comments:
Post a Comment