আজ নয় কাল করে পিছিয়ে যায় l
মন্দিরের ঘন্টা সন্ধ্যাতে কানে এলে -
মনে পরে আগের দিন যাওয়া হয়নি l
প্রতিনিয়ত একটা বিবেকের দংশন হয় -
বিষধর সাপের ছোবলের তীব্র জ্বালা |
ভাবি যে, না আজ যাবোই, হয় কই -
বিবেকে ছড়ানো বিষ নিজেই নিস্তেজ হয় |
রোজ উঠেই ভাবি যে ঈশ্বরেরের দ্বারে -
নিজের উপস্থিতি কে দেব প্রথম প্রাধান্য |
এই মাকড়সার মতন মায়াজাল সংসার -
আর সেই জালে শরীর ও মন যে বন্ধক |
আমি "আমার" এর মধ্যে আটকে আছি -
ভাবলাম কিছু কাজ ফেলে রেখে আজ যাবো |
একটি তেল মাখানো চাকার মতন চলছি -
অনেক দায়িত্ব যে আমার রোজকার সোয়ারী |
আমার ঈশ্বর জানেন, আমি যেতে না পারলেও -
আমার মন যে রোজ ছুটে যায় তারই কাছে -
প্রতিনিয়ত ঘন্টা বাজার আগেই ঠিক যেন -
এক ছোট ছেলের তাঁর মায়ের কাছেই ছুটে যাওয়া |
সব বাঁধন ছেড়ে, কিছু কর্তব্য ফাঁকি দিয়ে -
আজ এলাম, মন্দিরে বসে অনুভব করি -
কত ভুল ভাবি আমরা নিজেদের নিয়ে -
পরম শান্তি যে পাওয়া যায় তাঁর শ্রীচরণে |
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫
No comments:
Post a Comment