Tuesday, September 16, 2025

ভাবনা - submitted

চিন্তাগুলো আসে অনেক ভাবনা নিয়ে -

কপাট খুলে করজোড়ে যাই এগিয়ে । 

সবারই বলার আছে অনেক কোলাহলে -

অবশেষে একজনই বসে মনের কোলে । 


চিন্তার শেষে ওরা আবারও পথিক হবে -

কথা দিলাম তোমরা ভালো থেকো সবে । 

সেই চিন্তা নিয়ে আরো চিন্তা আসে -

তখনি জেনে নিও এক গুরু সভা বসে । 


সময়ের সাথে ওদের নিংড়ে নেই যতো -

গুহা থেকে রত্ন বেড়িয়ে আসে ততো । 

অন্ধকারের গর্ভে আলো লুকিয়ে থাকে -

বুঝেছি সে আমি জীবনের প্রতি বাঁকে । 


মনন থেকে শব্দগুলো বাক্য হয়ে যায় -

সুন্দর হয়ে ওঠে এক রমণীর ন্যায় । 

চিন্তা করে, চিন্তায় শূন্য যে হয় মন -

ফিরে দেখি আসে যাযাবর বন্ধুগণ । 


অপরূপ সেই ভাবনা শিশুর মতন খেলে -

গাঙচিল যেমন ওড়ে সাদা মেঘের তলে । 

মনের ভেলায় আসে শব্দ নুতন কিছু -

গুটি গুটি পায়ে মন চলে পিছু পিছু ।   


অনেক চিন্তা লুকিয়ে মনের অন্ধকারে -

দ্যায় না দেখা কেউ ডাকি বারেবারে । 

বহু চিন্তা জানি এমনি হারাতে হবে -

মরুতে যেমন জল ফিরে নাই পাবে । 


না বলা ছন্দ আসে না যে ফিরে -

আসে নতুন বন্ধু একলা মনের নীড়ে ।

ভাবনার শৈশবে তারা ছেড়ে দিল ঘর - 

আসে না ফিরে সেই মিশরের যাযাবর ।


প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫


No comments:

Post a Comment