Sunday, September 14, 2025

গোপন কথা

শোনো অমল, বলি কানে কানে -
এই কথা যেন কেউ না জানে।
গোপন কথা রেখো গোপনে -
পাঁচকান না হয় রেখো যতনে।  
জমা কথার এই যে পরিহাস -
চাপ বেড়েছে, শুধু হাসফাস। 

জমানো যত নিত্য কথা -
বলতে নেই যথা তথা।
গোপন কথা থাকে গোপনে -
পাঁচকান না হয় রেখো যতনে। 
মনের দলাদলি সব মিটে যাবে -
গোপন কথা গোপনে বলা হবে। 
 
আমার ঘনিষ্ঠ বন্ধু যে তুমি -
সত্যি বলছি জানে অন্তর্যামী। 
বোলো অমল, এ কি মানায় বলো -
এই বয়েসে কেন এমন হলো ?
কি যেন বলবো নেই মনে আর -
জরুরি কথাটি ভুলে গেলাম এবার। 

মনের কথা, কি থাকে না মনে ?
চর্চা করবে এবার সব লোকজনে।   
বোধিব চিন্তা আমারই মনেতে -
হয়তো লুকিয়ে সে এক কোণেতে। 
লক্ষ্য কথার মাঝে, ওই কথাটি নেই -
ঠোঁটেই উবে গেল বলতে গেলাম যেই। 
মাথা ব্যাথা আর কপালে ঘাম - 
জমানো কথার এই পরিনাম !

সত্যি বলছি অমল ... 
জমানো এতো নিত্য কথা -
বলবো এবার যথা তথা। 
হালকা হবে মন আমার -
নতুন খবর জমবে আবার !

প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫

No comments:

Post a Comment