Wednesday, October 22, 2025

শান্তির জন্য

দূর পাহাড়ের বুকে ভিক্ষুরা,
সেখানে সান্ত্বনার সন্ধানে যায়।   

প্রকৃতির সাথে একতা অনুভব করে,

চির আনন্দ এবং বিরল অনুভূতি ।


প্রকৃতি মায়ের কোল ভিন্নরূপী -

বন্য, মৃদু, চঞ্চল অথচ উনমুক্ত।


নিরিবিলি প্রকৃতি আমাদের শেখায় -

একজন প্রচারকের মতো। 


গাছ থেকে দোদুল্যমান এক রাশ ফুল -

বিলিয়ে দেয় তার অপরূপ সৌন্দর্য। 


প্রশান্তির খোঁজে মানুষ সারা জীবন -

বাহিরে তাড়া করে বেড়ায় সেই -

অন্তর্নিহিত শান্তির সন্ধানে।


প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫



No comments:

Post a Comment