অফুরন্ত ভালোবাসা ও সম্মানে জড়ানো।
রক্তগঙ্গা বয়ে চলার, নির্বাসনের অবশেষ -
আসলো নবযুগ, নতুন আশার পরিবেশ।
প্রাচীন সোনার অতীত আমাদের হয়েছিল নগ্ন -
দুইশত বৎসরের অভিশপ্ত নিদ্রার কালিমায় মগ্ন।
পঞ্চনদ বয়ে চলেছিল তাঁর অটুট গরিমায় -
নিষ্পাপের হয়েছিল বলিদান বিদ্রোহের আঙিনায়।
নদীর জল বলিদানের লালিমায় হয়েছিল লাল,
প্রতিবাদী নৌকোয় যখন উঠেছিল বিদ্রোহের পাল।
ক্ষত পূরণ হয়, বিজড়িত স্মৃতি যায় রয়ে, বিক্ষোভের -
আগ্নেয়গিরি থেকে দেশভক্তি নেমেছিল ধেঁয়ে।
আজও আছে দেশমাতৃকা মন্দ আবরণে ঘেরা,
অজস্র স্বোচ্চার স্বর, তাদের হয়নি ঘরে ফেরা।
চেয়েছিলেন দেশের যেই রূপ, তা মেলেনি আজও -
একত্র হও সবে, পুনরায় যোদ্ধা রূপে সাজো।
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫
No comments:
Post a Comment