Wednesday, October 15, 2025

শিক্ষক

যারা ছিলেন আমাদের পিতা মাতার ন্যায় -
পার করা শিখিয়েছেন জীবনের প্রতি অধ্যায় |
নেই তাঁরা অনেকেই আজ আমাদের মাঝে,
তবে কম্পিত চলমান জীবন সাজিয়ে গেছে |

বুঝিয়েছেন স্বচ্ছ তফাৎ মন্দ ও ভালোর -

তেমনি কঠিন পথে সন্ধান দিয়েছেন আলোর |

শিখিয়েছেন সাহস দরকার স্বপ্ন দেখার - 

ইন্ধন দিয়েছেন আশার আলো জ্বালিয়ে রাখার |


নতুন ক্লাস, নতুন বেঞ্চ, নতুন দেওয়াল -

এইভাবেই অনেক বসন্ত করেছি আমরা পার |

যারা নিজেরা পা রেখেছিলেন বার্ধক্যে -

তৈরী করে গেছেন আগামীর অজস্র ভবিষ্যৎ |


আত্মার অমরত্বের মতন শিক্ষা নেয় তাঁর -

স্থায়ী অবস্থান জীবন যুদ্ধের সিংহাসনে |

স্বপ্ন দেখার সাহস জুগিয়েছিলেন তাঁরা,

আর আজ সাহস আছে নতুন স্বপ্ন দেখার |


প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫

 


No comments:

Post a Comment