Monday, September 22, 2025

উষা

অনেকটা সকালে যখন রবি ছিল তন্দ্রাতে -
শীতের সেই প্রথম আলো যেন তার কোমল -
স্পর্শে ছুঁয়ে থাকে সেই ঘষা কাঁচের খিড়কি। 
এ যেন প্রথম প্রেমের না জানা স্পর্শের মতো -
বোঝা তো যায়, বলার সঠিক শব্দ হয় না। 

জানালার এপার থেকে সবই ধোঁয়াশা  -

এক আপছা আলো ছায়ার অনূভুতি। 

এই মেঘ-কুয়াশার মেলবন্ধনে যেন -

মনটাও হয় তার দাস, বিপুল আবেগে। 

চলে কাঁচের ওপর আঙ্গুল দিয়ে নাম লেখা।  


জানালা খুলেই যেন একরাশ ইচ্ছেগুলো -

হুড়মুড়িয়ে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরলো।  

সেই দিগন্তে থাকা হিমপাহাড়ের গল্প। 

ওদেরও যে বলার থাকে, কত কাল -

পার করে আসা বরফে ঢাকা মনের -

কথাগুলো কে আলোর ঝর্ণার বহু -

আকাঙ্খিত উষ্ণতায় মেলে ধরতে। 


খবর এলো, আমার বন্ধুরা উত্তরমেরুর 

সমুদ্র পার করে আসছে আমার কাছে। 

কত সুখ দুঃখের কথা বলা হবে যখন -

ওরা সাদা পাখনা মেলে আসবে -

ওদের পরিযায়ী জীবনকে বিশ্রাম দিতে। 


একটু পরেই লেখা নাম আবছা হয়ে এলো -

দেখি সূর্যের আলো তার পূর্ণ মহিমায়। 


প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫



No comments:

Post a Comment