Thursday, October 23, 2025

পার্কে এক সন্ধ্যা

এক মনোরম স্বর্ণালী সন্ধ্যার গল্প -
সূর্যের মতন আমিও তখন গৃহমুখী ।

চলার পথেই একটু থমকে দাঁড়ালাম। 

দেখলাম, জীবনের বিভিন্ন অধ্যায় -

একসাথেই করছে অবাধ বিচরণ। 

হাতে পায়ে ধুলো মেখে কিছু বাচ্চারা -

পার্কের দোলনাতে হাত ছেড়ে দুলছিলো। 


লাজুক ফিসফিসানি, হাতে রয়েছে হাত -

নিজেরাই গেছে নিজেদের মধ্যে হারিয়ে । 

চুরি করা দৃষ্টির অব্যক্ত আকর্ষণ,

এটাই কিশোরকালের স্বপ্নময় দিন ।


অনেক ঋতু পার করে এসে, এক -

সন্ধ্যাকাল আসবে যখন টোল পড়া -

গালে বিদ্যমান হবে কুচঁকানো চামড়া। 


তখন থাকবে একই রকম হাতে হাত -

রাখার অভ্যাস ও প্রতিশ্রুতি,

জীবনের সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। 


প্রসেনজিৎ দাস © ২০১২ - ২০২৫ 



No comments:

Post a Comment