থামতে তাঁর আছে মানা, নিদারুণ আফসোস |
চটি পড়ে কখনো বা চলমান সে নগ্ন পায়ে -
সামান্য কিছু অর্থ নিয়ে, এই ভাবে দিন যায় |
চক্রব্যূহর মতন জীবনের এক অজানা শুরু -
রোধ, বৃষ্টি, শীত, বসন্তে চামড়া হয়েছে পুরু |
দর কষাকষি, মন কষাকষি, এহেন এক সাজা -
পেছনে বসা আরোহী যেন ক্ষনিকের এক রাজা |
দুই হাতের তফাতে কি করুন এক দৃষ্টিকোণ -
পরিশ্রান্ত দেহ হয়, ক্লান্ত হয় না যে মন |
তপ্ত পথে ঘাম ঝরছে, উধাও একটু পরে -
স্বপ্ন ফেলে, এগিয়ে চলে, নজর নাহি সরে |
কিছু সরু গলি আসে আর কিছু প্রশস্ত আছে -
ওকে ধিক্কারে দূরে সরায়, কখনো ডাকে কাছে |
কেও টাকা কম দেয়, কেও দেয় একটু বেশি -
দেহবল আর মনোবলের চলছে রেষারেষি |
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫
No comments:
Post a Comment