Thursday, October 16, 2025

ইচ্ছাপুরের খোঁজে

জানতে কি চাও তুমি, মন কোথায় যেতে চায় ?

আস্তানা হবে ঠিকানাবিহীন কোনো এক ঠিকানায়।

উঁচু পাহাড়ের চূড়ায় হয়তো কারোর দেখা পাবো -

আঁকা বাঁকা পথ ধরেই, আমি তাঁরে দেখতে যাবো।  


বকুলের সুবাস যদি আমায় আনমনা করে -

শিউলি মুঠো করে আমি যাবো তোমার তরে । 

নীল দীঘির পারে হবে স্বপ্ন দেখার আবেশ -

অনেক পথ চলার পরেও যে, পথ হয়না শেষ । 


চলার পথে শুনবো আমি প্রাচীন আকাশবাণী -

মনের কথা আদান প্রদান করবো একটুখানি।

এক রাশ প্রজাপতি ছুঁয়ে ছিল যে ফুলেরগুচ্ছ  -

ঘ্রানের মাধুরী নেবো সময় কে করে তুচ্ছ। 


মাঝে মাঝে মন চায় হারিয়ে যাই ভিড়ে -

বটবৃক্ষর নিচে বসে দেখি সূর্য ফিরছে ঘরে। 

হাওয়ার মতন ছন্নছাড়া জীবন ভালো লাগে -

অচেনাকে চিনবো বলেই খুশির জোয়ার জাগে। 

 

মনের আকাশে ইচ্ছেগুলো পাখির মতন উড়ে -

সন্ধ্যায়বেলায় নেমে আসে স্বপ্নের রঙিন তীরে। 

বামুনডুলে পথ আমার চলে ইচ্ছাপুরের দিকে -

চাঁদের আলো যেথায় কভু হয় নাকো ফিকে। 


প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫









 




 

No comments:

Post a Comment