চাঁদের আলো তার পূর্ণ যৌবনে।
এক মনোরম আবেশে জড়িয়ে
বয়ে চলে হিমশৃঙ্গগুলি ছুঁয়ে।
সে তৃষ্ণার্ত, নেই জল তার নদীতে।
এই পৃথিবী যে চাঁদের সব কিছু -
তার আলোর মহিমা ধরণী জানে।
চাঁদের লুকোচুরি চলে আর চলবে -
অনন্তকাল ধরেই এদের এই খেলা।
এই প্রসর অসীম কালো শূণ্যে যে -
আলো চলে নিয়ে তার বার্তা, এক -
অচিন রাজ্যের রাজকুমারীর কাছে।
এক রাজকীয় আমন্ত্রণ নিয়ে সেই -
রাজার দ্বারে এসে জানাবে চাঁদ -
যে একাকী রয়েছে তারই অপেক্ষায়।
সেই যুগযুগ ধরেই বিশ্রামহীন চলা -
আলোর বার্তা পৌঁছবে এমনি এক -
নির্বাসিত, রম্য রাজকুমারীর কাছে।
চাঁদও অপেক্ষারত দূতের উত্তরের -
আজ কি কাল আসে, তার জানা নেই।
ছুটছে জ্যোৎস্না অবিদিত সাগর দিয়ে -
তার আনন্দের যে আজ সীমা নেই -
সে দেখতে পেলো এক আলোর ধারা -
বুঝলো আজ তার কর্তব্য পূর্ণতা পেল।
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫
No comments:
Post a Comment