Monday, September 22, 2025

অঙ্গীকার

ভাবনা থেকে অনেক নতুন ভাব আসে -

সে জায়গা পায় অন্তরে ও কাগজে। 

কিছু চিন্তা যেন অগোছালো হয়ে আসে -

ওঁরা চায় আমরা ওদের সাজিয়ে নেই। 


লেখকের কলম কি সুবিচার করতে পারে -

তার নিজেরই ভাবনা কে ? ভাবায় আমাকে। 


অনেক ভেবে এটা বুঝি যে সব ভাবনা কে 

বন্দি করা যায় না কলমের চিরন্তন শেকলে।

সব কয়েদির মতন তাদেরও যে কিছু -

না বলতে পারা কথাও থাকতে পারে, -

সেটাও তো কবি কে ভাবতে হবে। 


কলমের বিচার সময় করেছে ও করবে -

আর সেই সময় কে কল্পনার কাঁচঘরে -

চির বন্দি করে কবি ভাবনার কালি দিয়ে।  


ধাবমান চিন্তার সাথে তাল মিলিয়ে -

চলতে হয় লেখনীর দ্বারা হরফগুলি -

দিয়ে তৈরী করা এক অপ্রতিম কল্পনা।  


মূর্তিকার যে প্রতিকৃতি কে আকার দ্যায় -

তেমনি কলমের শব্দগুচ্ছ তৈরী করে 

এক অমর মুহূর্ত, যে সময়ের স্রোতে 

ভেসেও থেকে যাবে তার চিরযৌবনে।


প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫


No comments:

Post a Comment