মখমলি ছোঁয়ায় স্নিগ্ধ আবেশ নিয়ে আসে .
নিদ্রায় মগ্ন থাকা ফুলের কুঁড়ির ওপর -
নিজেকে সমর্পন করে তাকে প্রস্ফুটিত করে l
না ফোটা কুঁড়িগুলো, তার অমলীন আকর্ষণে -
ডেকে আনে প্রাতঃ ভ্রমণকারী মৌমাছিদের l
বাগানে তাঁর প্রবেশে ভ্রমর পাপড়িগুলোকে -
জাগিয়ে তোলে এক বহু আকাঙ্খিত, না বলা -
অন্তরে রাখা মনের কথা, যা শুধুই প্রেমিকার -
কানেই বলা যায় বহু অপেক্ষার অবসানে l
ভালোবাসাহীন এ যেন এক বিচ্ছিন্ন সময়,
যে নিরলস বুনে চলেছে আসছে ভোরের স্বপ্ন l
ভোরের নীরবতার সে এক কম্পিত রূপ -
যেখানে দুটি মনের ফিসফিসিয়ে কথা বলা হয় l
ভালোবাসা তুমি কৃপণ কেন? হয়তো এই -
কৃপণতার মাঝে জন্ম নেয় এক অনন্য অমরত্ব,
যা সর্বদাই বসন্তের আগমনে অপেক্ষারত l
হৃদয়ের স্নিগদ্ধতা কে জাগিয়ে তোলে সেই -
বহু আকাঙ্খিত, লালিত, রম্য উষ্ণ পূর্বকিরণ l
চত্বরে আছড়ে পড়া রশ্মি নিয়ে নেয় এক -
চমকপ্রদ আকৃতি, বুঝলাম সে তো আসছে -
ভোরের এক নতুন আশা মিশ্রিত যৌবনরূপ, যা -
নবজাগরণের পদধূলীতে আমারি মনের অর্পণ l
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫
No comments:
Post a Comment