চলতে গিয়ে পাহারের আলো ছায়া পথে -
মাঝে মাঝে দাঁড়িয়ে দেখতে হয় এক খেলা -
নিদারুন, অনুপম এক সুরের মেলবন্ধন |
সে খেলা তে আছে সরলতা, আছে হিসেব -
যা মানুষের নজর থেকে রয়ে যায় অগোচরে |
অপরিসীম মাধুর্যে নিজের রসের ভান্ডার কে -
সবারই মাঝে অঞ্জলীরূপে নিজেকে করেছে -
নিবেদন, আর নিঃস্বার্থ হতে পেরেছে সেই -
অজানা খয়রি ফুল যার সুবাসে আছে -
কাছে টেনে নিয়ে আসার এক সরল আকর্ষণ |
ওলির সাথেই বিচরণ করা মৌমাছি ও জানে -
অমৃতপানে সবারই যে সমান অধিকার।
ক্ষনিকের মধুপানে যেন পরস্পর কে -
নতুন করে চেনার এক মনোরম অনুভূতি।
অমৃতপানে ব্যস্ত অলি কি মনে রাখবে -
পরস্পরের কাছে আসার সেই মুহূর্ত -
ফুলের স্মৃতির পাতায় অমর হয়ে থাকবে।
বিলিয়ে দেওয়ার আনন্দ, নিজের প্রতিটি -
কণাকে এই জগতের মাঝে বিস্তার করে -
উড়িয়ে দেওয়ার তৃপ্তি, সে যে ফুলটি জানে।
কত শিক্ষা রয়ে যায় বই এর বাহিরে -
যা শুধু প্রকৃতির পাতায় লেখা আছে।
শুধু তাকে নিজের মধ্যে বিকশিত করার -
থাকতে হবে এক অপার ভালোবাসার মন।
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫
No comments:
Post a Comment