Tuesday, September 23, 2025

বিবেক

অন্ধকারের মধ্যে থেকে চিরে আসে -

এক ডাক। একটি কঠিন ও করুন ডাক। 

রাত জাগা প্যাঁচার মতনই আমি সজাগ মনে -

বসে শুনি তার জীবন চলাচলের গল্প। 


অন্ধকারের কাহিনী যে সব দিনের -

মানুষের জন্যে নয়। নিজ কর্মকে, সে এক -

বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর ডাক। 


রাতে যেমন স্বপ্নভঙ্গ হলে মানুষ জেগে যায় -

তেমনি এক ডাকে হয়তো সেই প্যাঁচাটি -

আমাদের অন্তরেও ডেকে জাগিয়ে তোলে বিবেক। 


প্রাচীরের ওপর বসে, স্থির দৃষ্টি নিক্ষেপ করে -

ডেকে চলে অন্তরে নিদ্রামগ্ন মানুষের কর্মকে।

একা থাকা আর একলা জীবনের মাঝে সেই -

সুর যেন তার জানা, হবেই না কেন ?


আমাদের বিবেক থেকে আমরা যে কখনই -

আলাদা নই। মানুষ যে তাকে রেখে দিয়েছে -

গভীর স্মৃতির সমুদ্রতলে, যা শুধু একমাত্র -

সেই মনের ডুবুরি জানে ওই ঝিনুকের খোঁজ। 


বিবেক কে জাগিয়ে তোলার সেই আকুল -

কাকুতি শুনে চাঁদ ও যে তাঁর আলোর ঝর্ণা -

মেলে ধরে সেই বিবেকের অন্ধকারাচ্ছন্ন -

সুদূর মার্গকে সুগম ও আলোকিত করে ।  


প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫


No comments:

Post a Comment