Friday, October 17, 2025

তুমি আসবে বলে ডিসেম্বরে - submitted

বইছে শীতের অলস হিমেল হাওয়া -

শিউলির সুবাসে আনমনা করে মন। 

অতীতের সবুজ পথে ফিরে যাওয়া -

পূর্বের স্মৃতির মাঝে, ক্ষনিকের বিচরণ। 


রঙিন কাগজের ভাজ খুলে দেখি -

পুরোনো দিনের ইচ্ছে লেখা আছে। 

কালের চক্রে তাকেই এককোণে রাখি -

সত্যি বোলো, আমায় কি মনে আছে ?


সাদা কাগজে, এক অসমাপ্ত লাইন লেখা -

দুই ফোটা অশ্রুজল তাতে আছে শুকিয়ে। 

এমনি কিছু স্মৃতিকে বারংবার ফিরে দেখা -

মনের কোটরে রয়েছে একসাথে লুকিয়ে। 


এইতো শীত এলো বলে, ভাবছি সারাক্ষণ -

কাজল আঁখির মনের কথা, সবই শোনা হবে।  

তুমি আসবে জেনে যে চঞ্চল হলো মন -

যত্নে রাখা না বলা কথা, এবার বলা যাবে।  


এক তোড়া গোলাপ থেকে ছিড়ে রেখেছিলে -

চিঠির ভাজে কিছু শুকনো পাপড়ি আছে । 

"ডিসেম্বরে দেখা হবে", তুমি কথা দিয়েছিলে -

স্মৃতির চিহ্নগুলো শুধুই রয়ে গেলো কাছে। 


প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫


No comments:

Post a Comment