ঠান্ডা রবিবারের সকাল, ঘড়ি বলছে ৬টা -
পর্দা সরিয়ে দেখি বাইরে মেঘের ঘনঘটা ।
ঘষা কাঁচের জানালায় শিশিরের সমাবেশ -
ঠান্ডা ছোঁয়ার অনুভূতি, মনোরম পরিবেশ ।
আলতো করে খিড়কি, একটু খোলা হলো -
দলবদ্ধ হীমেল হাওয়া অতিথি হয়ে এলো ।
কুয়াশা ও মেঘের আস্তরণে সর্পপথ ঢাকা -
নিদ্রামগ্ন রবি এখনো, শশীর নেই যে দেখা ।
এক রাস্তার একাকিত্বের অনেক গল্প আছে -
সহস্র প্রাণের আনাগোনা, এই জানালার কাঁচে।
শহরের কিছু বন্ধু মেঘ হয়তো এসেছে উড়ে -
আলোর ঝর্ণা কিভাবে নিজেই উপচে পড়ে ।
পুবের উষ্ণ আলোতে ঝাউবন জেগে ওঠে -
স্বপ্নময় উপত্যকায় অজস্র রঙিন ফুল ফোটে ।
সরল শিশিরগুলো এবার নিলো যে বিদায় -
সবুজ পাহাড় জেগে ওঠে তাঁর পূর্ণ মহিমায় ।
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫
No comments:
Post a Comment