সময় যখন সংকটকাল নিয়ে আসে -
আর প্রকৃতি বিরূপ হয় ধরণীর ওপর।
আকাশ কঠোরভাবে যে চেয়ে থাকে -
সবুজ খেত, সেও প্রাণ হারায় অকালে।
ক্ষুধা দেখিয়ে দেয় নির্মমরূপ, যেন -
এক মা অভুক্ত রেখেছে সন্তানকে।
মাকড়সার মতন আঁকড়ে আছে বুকে -
পেটে জ্বালা আছে আর চোখে জল।
শিশুর ক্ষীণ কান্নার স্বর মাকে বুঝিয়ে দিলো -
কিছু প্রার্থনা স্বয়ং ঈশ্বরের কর্ণগোচর হয় না।
সমাজের অসাম্য ব্যবস্থা যুগ যুগ ধরে -
জন্ম দিয়েছে ক্ষমতাবান পুরুষরূপী দৈত্য।
তাদের নখ, দাঁত আর রক্তচোষা মানসিকতা -
ভদ্র মুখোশের আড়ালে স্বযত্নে থাকে রাখা।
সেই মায়েদের তমসার রাত হয়ে ওঠে কালো -
বাঘের মতন মাংস আঁচড়ে আসে এক ঘৃণ্য শান্তি।
এই ভাবেই দুই শ্রেণীর ক্ষুধার জ্বালা হয় অবসান ।
শিশুর কান্না থেমে যায়; মায়ের দেহ হয় অসাড়।
প্রকৃতির খরা মায়েদের নিয়েছে অগ্নিপরীক্ষা -
মাতৃত্বের কাছে স্বয়ং ঈশ্বর ও করেছে শির নত।
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫
No comments:
Post a Comment