বুকে কষ্ট চেপে ছিলাম।
আজ মুক্ত করলাম তোমায়,
নিজের পথেই চলে যাও।
হয়তো নিজের দেশের,
হতে পারতে মুকুটমণি।
দৌড়ে যাও পরী, স্বর্গ -
তোমারই জন্যে অপেক্ষায়।
স্মৃতির বোঝাকে রেহাই দিয়ে,
ফেলে আসা সময়ের পথেই -
শেষ একবারের মতো চলতে থাকি।
অনেকটা সময় ধরেই তোমাকে -
রেখেছিলাম স্বজত্নে বন্দি করে ।
আমি জানি কষ্ট লাঘব হবে -
হয়তো কিছুটা শান্তি পাবো।
একটা অনুগ্রহ করছি, কোন পথে -
গেলে জানিও আমায়, দেখা হবে শীঘ্রই।
আগুন, ধোয়া আর বারুদের মাঝে -
যে নিথর হয়েছিল, হয়তো সে তোমারই -
বন্ধু বা ভাই হবে। হাতে ধরেছিলো,
তোমারই একটা খেলনা গাড়ি।
আমারি বুকে আগলে রাখা সেই কষ্টের ছবি।
যাও পেছনে ফেলে এই রক্ত অশ্রুর বন্যা -
সরল ছয় বছরের এক কসোভো কন্যা।
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫
No comments:
Post a Comment