পালতোলা নৌকো হবে জীবন -
মাঝিবিহীন হবে আনন্দ যাত্রা।
নোঙর হবে না কোনো খুঁটিতে -
নদীর পার ছুঁয়ে যাবো তবে দাঁড়াবো না।
কোনো গাছের গুঁড়িতে ধরা দেব না -
শেকল সম জীবনকে করবো পরিত্যাগ।
কিনারায় বসবাসকারী অনেক মানুষদের -
দেখে খুশিতে হাত নাড়িয়ে নেব বিদায়।
অসীমের দেখতে চাই কোথায় হয় শেষ।
উত্তাল ঝড়, পালের সাথে করবে খেলা -
স্বপ্নের ভ্রমণের ডাক দেবে ফেরারী মন।
অপেক্ষারত অচেনা মনের খোঁজ পাবো -
অচিন শহরের পাথরের সাজানো রাস্তায়।
ফুলে ফেঁপে ওঠা ঢেউ নৌকো দোলায় -
তেমনি জীবনে সিদ্ধান্তগুলিও হয় সম্মুখীন।
মন কে জানাবো নতুন করে মনের ইচ্ছে -
স্রোতের বিমুখে চলা, হাজারের বিরুদ্ধে কথা বলা -
এ যেন সব স্বপ্ন পূরণের এক স্বর্ণালী শুরু।
প্রসেনজিৎ দাস ©১৯৯৭-২০২৫