অস্তিত্ব তাঁর শীতল শিশির কণা -
এমনিই তাকে জানতো অনেকজনা ।
অনেক কিছুই সে চেয়েছিলো বলতে -
হয়নি তা বলা দৈনিক জীবনে চলতে ।
হলো না শোনা, তাঁর বাকি কথা যত -
সময় দিলো ফাঁকি, রয়ে গেলো ক্ষত ।
বহু প্রশ্ন, বহু কথা আজও আছে বাকি -
অসীম নীরবতা, দিলো চুপিসারে উঁকি ।
সময় দিলো ফাঁকি, রয়ে গেলো ক্ষত ।
বহু প্রশ্ন, বহু কথা আজও আছে বাকি -
অসীম নীরবতা, দিলো চুপিসারে উঁকি ।
সময় আসছে কমে, জানা ছিল তাঁর, কিছু -
অনুভূতি চোখে এসে, প্রকাশ পায়নি আর ।
সর্বদাই মন তাঁর শিশুসুলভ, মাত্রা ছাড়িয়ে -
নির্ভীক তমসা যাত্রী, দিয়েছিল মৃত্যুকে হারিয়ে ।
অনুভূতি চোখে এসে, প্রকাশ পায়নি আর ।
সর্বদাই মন তাঁর শিশুসুলভ, মাত্রা ছাড়িয়ে -
নির্ভীক তমসা যাত্রী, দিয়েছিল মৃত্যুকে হারিয়ে ।
প্রসেনজিৎ দাস ©১৯৯৭-২০২৫
No comments:
Post a Comment