সাদা পদ্যের যেন এক অপ্সরা সভা ।
নীলাম্বরী চাদরে ঢাকা ওরা গৃহবাসী ।
অঝোর ধারায় ঝরে পড়ে ধরণীর বুকে ।
বিশাল পৃথিবীকেও দেখতে লাগে ক্ষুদ্র -
ঈগল পাখির চোখে দেখা এই ভূমিকে ।
সূর্যের পথ ধরে চলে, সে পায় অনন্ত রশ্মি ।
অন্ধকার যে তাকে ছুঁতেও পারবে না ।
সময়ের সাথেই করে নিজেদের পরিবর্তন -
ধরণীর বাসিন্দাদের তরে, নিজের জন্যে নয়।
নির্মল শ্বেতকায় মেঘমণ্ডলী রূপ পরিবর্তন -
করে নেমে আসে ধূসর রঙের গাম্ভীর্য্যে ।
মেঘমালা তাঁর সম্ভার উজাড় করে দেবে ।
শীতল হবে জগৎ আর কৃষকের মন ।
তাঁদের কিছু বন্ধুরা এগিয়ে চলবে অন্যদিকে -
যেথায় আকুল আমন্ত্রণে পূরণ হবে তাঁর কর্তব্য ।
প্রসেনজিৎ দাস ©১৯৯৭-২০২৫
No comments:
Post a Comment