আবেগের পাহাড়ের চূড়ার দিকে,
বহু মানুষ অন্ধ হয়ে আরোহণ করে।
বহু মানুষ অন্ধ হয়ে আরোহণ করে।
পরপর আসে বিপত্তি আর হতাশা।
শুধুই লৌহসম কঠোর মন এই -
বাধাকে ধুলির ন্যায় উড়িয়ে দেয়।
হতাশার গভীর অন্ধকার উপত্যকায়,
যারা একাকী নিবাসী, তারাই ওখানে -
বাস করে পায় চির শান্তি।
আবেগের চুড়াজয়ী ব্যক্তি সর্বদাই -
স্বপ্নের শিখরে করে একলা বাস।
প্রসেনজিৎ©১৯৯৭-২০১২
No comments:
Post a Comment