ব্যস্ততার শহর এখন অনেকটা ব্যস্ত ।
বর্ণিল মেলা যেই আনন্দ নিয়ে আসে,
তা শহরের প্রতিটি ব্যবসাকে ঘিরে।
ভিড় বাজারের মাঝে দেখলাম -
একজন ফেরিওয়ালাকে বিভিন্ন -
সুরের বাঁশি বিক্রিতে ব্যস্ত ।
কিছু স্বস্তার আছে আর কিছু দামি।
জুনের সময়ে সূর্য তাঁর পূর্ণ তেজে।
বাচ্চাদের মন টেনে নিচ্ছে বাঁশির সুর।
ছোটদের সুরের জ্ঞান না থাকলেও -
এক অজানা আকর্ষণ তাদের কাছে -
টেনে আনছে। বাবা মায়ের দর -
কষাকষিতে জয়ী হয় দুই শ্রেণী -
বাচ্চারা ও বিক্রেতা।
বাঁশের সঙ্গীত চতুর আঙ্গুলের মধ্য -
দিয়ে জন্ম নেয় ।
বাচ্চাদেরও যুগ বদলায়।
তার স্থান পায় প্লাস্টিকের খেলনা।
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫
No comments:
Post a Comment