প্রখর রৌদ্রে ফেলে রাখা থাকে?
অমূল্য শিক্ষা - জীবনে শক্তিশালী -
হতে গেলে নিজেকে অনেক -
বাধা বিপত্তি পেরোতে হবে।
শিশুর ন্যায় সে নরম মাটি দিয়ে গড়া।
কুমারের শ্রমের সুবাস আর কল্পনা,
আছে তাঁরই নির্মিত শিল্পকলায়।
স্রষ্টা যেমন চেয়েছেন, তেমনই -
আকৃতি দেওয়া হয়েছে।
কল্পনা আর তীব্র তাপের মিলনে -
পেলো এক মনোরম আকার।
সরল মনের মতোই, মাটিও সেই রূপ -
ধারণ করে যা কুমোরের নিপুন আঙ্গুল -
আর মনশ্চক্ষুর মেলবন্ধনে নেয় জন্ম।
স্নেহ, মায়া, মমতা, শাসন, শিক্ষা দিয়ে -
সমাজের আদর্শ মানুষের গঠন হয়।
প্রসেনজিৎ দাস ©১৯৯৭-২০২৫
No comments:
Post a Comment