Sunday, October 26, 2025

একাকী কোণ

সে ছিল নিদারুণ নীরবতার মধ্যে,
তাঁর নিজের এক একাকী জগতে।
শয্যার এক কোণে পরে থাকা -
ডাইরির পাতায় লেখা মনের বার্তা। 

হাসি, কান্নার মাঝে ছিল জীবন যাত্রা। 

ফল্গুর ন্যায় বয়ে গেছে নীরব অশ্রু। 

সব হারানোর ভয়কেও করেছিল পরাজিত -

এই জীবনের অসম সংগ্রামে। 


লড়াই যে শুধু একটা মানবের -

জীবনকালেই সীমাবদ্ধ থাকে না। 

ওটা হস্তান্তর হয় পরের প্রজন্মের কাছে। 


কুঁচকে যাওয়া শুকনো পৃষ্ঠায় লিপিবদ্ধ -

আছে রাত জাগা শান্ত ক্রন্দনের কথা ।

রাত জেগে অন্ধকারের নীরবতা কে -

নিজের জীবনের শেষ সাথী করার যন্ত্রনা,

আছে অস্পষ্টভাবে লেখা।


অনেক বিমর্ষ ভাবনা হয়তো লেখা যায়না ।

অনেক নিদ্রাহীন রাত তাঁকে শিখিয়েছিল -

সব রাতের শেষে ভোরের আলো ফোটে না। 


প্রসেনজিৎ দাস ©১৯৯৭-২০২৫



No comments:

Post a Comment