রাখা আছে বন্দি করে।
এক ঠান্ডা চাপা নীরবতা -
সেই অন্ধকার বাক্সে।
এদের মুক্তি খোলা আকাশে -
নিজেকে জ্বালিয়ে ছাই করে।
কাঠির অংশে ছিল প্রাণ -
কোনো একক্ষণে, সবুজ গাছের -
ডালের এক অভিন্ন অঙ্গ।
দলা করা বারুদ যেন এক -
প্রতিবাদী মন, যে নিজেকে -
নিঃশ্বেস করেও পেতে চায় -
সেই বহু আকাঙ্খিত স্বাধীনতা।
কি অপূর্ব সমীকরণ। মৃত্যুই মুক্তি।
মাতৃরূপী বৃক্ষ মানবজাতিকে -
দিয়েছে এক অমূল্য শিক্ষা ।
বিপ্লবীদের মায়েরা, সন্তানদের -
করেছে দেশের জন্যে উৎসর্গ।
অগ্নিকণা জ্বলে ওঠার প্রতীক্ষায়
দগ্ধ হয়ে হবে ধূসর ছাই -
জন্ম নেবে নতুন পরিচয়।
প্রসেনজিৎ দাস ©১৯৯৭-২০২৫
No comments:
Post a Comment