উত্তপ্ত চুল্লি, গর্জনে লাল হয়ে জ্বলে ।
তাঁরা আগুনের সাথে লড়াই করে ।
এক অসম নিয়মে উপার্জন করে।
তাঁরা আগুনের সাথে লড়াই করে ।
এক অসম নিয়মে উপার্জন করে।
লোহা যেথায় গোলে যায়, সেথায় -
শ্রমিক দেয় নিজের আসল পরিচয় ।
ওদের অসীম কষ্ট কেনা স্বল্প মূল্যে ।
কয়লা, আলকাতরা দিয়ে তৈরি হয়,
মানুষের জন্য সহজ চলার পথ ।
মসৃণ করেছে যারা চলার পথ,
তাঁদের কথা কারা ভেবেছে?
সমাজের বৈষম্য পরনে জুতোর মতো ।
ওপরের স্তর তেল চকচকে, আকর্ষক -
আর নীচের দিক সম্মুখীন হয় আবর্জনা,
অবহেলা ও তিরস্কারের।
প্রসেনজিৎ দাস ©১৯৯৭-২০২৫
No comments:
Post a Comment