Sunday, October 26, 2025

সুখী দোয়েল

বৃষ্টিতে লোহার রেলিংগুলোয় পড়ছে জল ঝরে - 
ছোট একটি দোয়েল এলো লেজটি নেড়ে। 
ওপর থেকে কাক দেখছিলো কৌতূহলী মনে -
পাখনা ভেজা দোয়েল কার্নিশের এক কোণে। 

ধূসর রঙের ছায়া ছড়িয়ে আকাশ জুড়ে -

ভেজা কাক একই স্থানে বসে চুপটি করে। 

খিদে নেই দোয়েলের তবে চঞ্চলতা পায়ে -

খানিকটা সময় নিয়ে তার পালক সাজায়। 


খেলার মাঝে বৃষ্টিতে এক বালক দৌড়ে এলো -

ঝিমিয়ে থাকা কাক, সেও উড়ে গেলো। 

দোয়েল তখনও ব্যস্ত নিজে সাজসজ্জায় -

মায়ের ডাকে বালকটি ফিরে গেলো দরজায়। 


ডাকলো দোয়েল সজ্জা শেষে মধুর সুরে -

খানিক পরে আরেক দোয়েল আসলো উড়ে। 

বৃষ্টি শেষে ধূসর চাদর এবার নীল হবে -

ওরা দুজন একসাথেই সুখের উড়ানে যাবে। 


প্রসেনজিৎ দাস ©১৯৯৭-২০২৫


No comments:

Post a Comment