ঝোড়ো হাওয়ার এই আছড়ে পড়া -
এটা তো বাতাসের দোষ নয়।
এলোমেলো হলো আমার ঘর।
জানালা তো খুলেছিলাম আমি।
এটা তো বাতাসের দোষ নয়।
এলোমেলো হলো আমার ঘর।
জানালা তো খুলেছিলাম আমি।
কাঁচের মতনই ভেঙে যায়,
আগামীর স্বপ্নপূরণের চেষ্টা।
বালুঘড়ির সাথে চলছে রোজকার -
প্রতিযোগিতা, শেষ বালুকণাটিও -
হাতের মুঠোয় দেয় না ধরা।
মনকে টেনে নিয়ে যায় শূন্যতায় -
দেহ ঘিরে নেমে আসে অসাড়তা।
মন সেই মুহূর্তে হয়ে যায় প্রাণহীন -
এক বলির পশুর মতন খুঁটিতে বাধা।
একটা না বলা যন্ত্রনা জীবনের এক -
সুন্দর অংশকে কর্কট রোগের মতনই -
প্রতিনিয়ত কুড়েকুড়ে খেয়ে যায়।
এক অগ্রিম হেরে যাওয়া যুদ্ধের -
শুধুমাত্র এক দর্শক সিপাহী মাত্র।
মাকে হারানোর কষ্ট যতবারই -
কলমের দ্বারা প্রকাশ পাবে -
হবে এক ভিন্ন মাত্রার কবিতা।
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫
No comments:
Post a Comment