কারণ কোথাও, কোনো না কোনো -
শহরে আগুন সব সময়ই জ্বলছে।
হয়তো তুমি চোখ ফিরিয়ে নেবে কারণ -
ওটা তোমার শহর নয়। বিশ্বাস করো -
ওটা তোমারও শহর যা নিঃস্পাপদের -
রোজ ছুড়ে ফেলছে উগ্রবাদীদের চিতায়।
কালো ধোঁয়ার মাঝে যে শিশু কাঁদছে -
জেনে রেখো সে তোমারও সন্তান।
মা কে চেনার আগেই হয়তো এই -
ধূসর পৃথিবীকে সে ছেড়ে যাবে।
মায়ের কোলে শুয়ে সরল হাসি -
তাঁর ভাগ্যলিখনে খচিত হয়নি।
ঈশ্বর নাকি সবই দেখছে ! একটা চাপা -
ঘৃণার হাসি ঠোঁটে এসে বুকের ভেতর -
ফেলে রাখে বারুদের হাড় জ্বালানো গন্ধ।
মরুভূমির ওপর সুখী পরিবারগুলি -
আজ না ভোলা ইতিহাসের পাতায়।
তাঁদের ভুলে যাওয়া যে হবে মহাপাপ।
দাদুর সমাধিফলকের সামনেই পরে আছে -
আগামী প্রজন্মের নিথর দেহ। ওক গাছটিও -
ঝলসে গেছে তার পূর্ণসৌন্দর্যে আসবার আগে।
এই বাগানে আর কোনো ফুল নেই। শুধু আছে -
এক আর্তনাদ যা শান্ত হবে প্রতিশোধের শেষে।
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫
No comments:
Post a Comment