Monday, October 20, 2025

মেঘদূত

আসছে মেঘদূত, আসছে নতুন বার্তা -

আসবে সুখ, সমৃদ্ধি ও আনন্দের সকাল |

দিগন্তহীন আকাশের বুকে ভেলা ভাসিয়ে -

ঝাউবন আর দেবদারুদের বার্তা দিলো |

সব কিছুই শান্ত আর স্থির হয়ে আছে -

মনের মধ্যে লালিত হচ্ছে এক প্রত্যাশা |


কখনো উঁচু পর্বতমালা, পাহাড়ের চূড়া,
শহর ও গ্রাম পার করে এসেছে |
প্রাচীনতার জীবনশৈলীর সাথে পরিচয় -
এ যেন এক অমূল্য সম্পদ প্রাপ্তি |

সরল ঘাস জানে না বৃষ্টির আগমনী |
কীটপতঙ্গের কলরব মেঘ পায়না শুনতে |
তুষার হয়ে আসে, আসে মনোরম বৃষ্টি -
কোটিবার দিয়েছে নিজেকে উজাড় করে |

আগামীর প্রতিশ্রুতির এক মেলবন্ধন -
ডুবন্ত সূর্য নিজের অবশিষ্ট লালিমা -
মেঘকে উজাড় করে বিদায় নিয়ে যায় |
বিদ্যুতের ছটা তাঁর রুপালি মাধুরী দিয়ে -
করে পূর্ণিমার ন্যায় আলোকিত |

প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫

No comments:

Post a Comment