Monday, October 20, 2025

বয়সকালে

এক অনন্তগামী নীরবতা আসবে -
চারিপাশে, যখন থাকবো না আর । 

ক্ষনিকের হবে কোলাহল, ক্ষনিকের -

হবে দেখা হওয়ার এক উপলক্ষ মাত্র।  

হয়তো হবে কিছু মানুষের এক সভা -

যাদের নিজের বলেই জেনে এসেছিলাম। 


যৌবনের স্মৃতির তীক্ষ্ণতা মাথা নত করে -

মতিস্থিরতার অভাবকে জায়গা দেবে । 

পূর্বের বাহুবলের গর্ব উবে যাওয়া -

বাষ্পের মতন সৃষ্টি করবে অক্ষমতা। 


জমানো রত্নের অবক্ষয়ের মতন, এই  -

প্রাণের প্রতিটি চঞ্চল কণা নেবে বিশ্রাম।  

নিরাকার স্বপ্নকে বাস্তবায়িত করেছিলাম -

পরের পর্বে বাস্তবকে লাগবে স্বপ্নের সম। 


একসময় বক্ষবন্দি যে অহংকার ছিল,

সে বিদ্রুপের সাথে নিশ্চিহ্ন হয়ে যাবে।

নতুনরুপি বৃদ্ধ মানুষটিকে অগ্নিশয্যায় -

চিরসমর্পন করা হবে। ভাসানো হবে ছাই। 


কোলাহল, কলরব, রাগ, ভালোলাগা, দুঃখ -

মিলিয়ে যাবে অসীম ব্রহ্মান্ডের চরাচরে। 

ফেরা হবে না আর, সবার স্মৃতির থেকে -

মুছে যাবো, থাকবে না কোনো প্রতিধ্বনি। 


প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫


No comments:

Post a Comment