Monday, October 20, 2025

যা হয়নি

সেই প্রতিশ্রুতির কি হবে, যাকে ভাঙা হয়েছিল ?
স্মৃতিকথা সবসময়ই একটি মধুময় মুহূর্ত,
অনেকেই দুঃখে কেঁদেছেন তারই জন্য।

সেই নীরব অশ্রুগুলির কী হবে, যা -

অসংখ্য রাত বালিশ ভিজিয়েছিল?

ভয়ের আকারে প্রকাশিত মনের মাঝে,

যা স্বপ্নগুলোকে উদ্বিগ্ন করে তোলে।


এমন পথের কথা কী ভেবেছো,

যেখানে কেউ আমাদের পাশে নেই?

একাকিত্ব কে করেছো কি কখনো -

নিজের চলার পথের সহযাত্রী?


শূন্যতার ওজন কয়টি প্রাণী অনুভব -

করতে পেরেছে তাঁদের জীবনে ?

যে পথে নেই পায়ের চিহ্ন, সেই অদূষিত -

পথ ধরেই চলবে এক যাযাবরের যাত্রা। 


প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫





No comments:

Post a Comment