ভিড় ঠেলে, ধাক্কা দিয়ে, উর্ধশ্বাসে চলছে -
আমার শহর, আমার শহরবাসী।
উত্তপ্ত ফুটপাথে, ক্লান্ত মনের ভারে চলছে -
ছুটোছুটিতে চলছে, দেরি করেও চলছে -
আমার শহর, আমার শহরবাসী।
সংসারের বোঝা, সবজির বোঝা নিয়ে চলছে -
চোখে ঘুম, ধীরে ধীরে ছোট পায়ে চলছে -
আমার শহর, আমার শহরবাসী।
আধপেটা খেয়ে, দৌড়ে বাসে উঠে চলছে -
সন্তানের টানে, প্রেয়সীর টানে ওরা চলছে -
আমার শহর, আমার শহরবাসী।
নিজের দিকে, রাস্তার দিকে না দেখে চলছে ।
এগিয়ে যাবো, এগোতেই হবে জেনে চলছে ।
এক ঢেউয়ের মতন, জনস্রোতে চলছে -
আমার শহর, আমার শহরবাসী।
প্রসেনজিৎ দাস ©১৯৯৭-২০২৫
No comments:
Post a Comment