Wednesday, October 29, 2025

অদম্য আত্মা

হয়তো তোমাদেরই স্মৃতিতে পাবো না ভালো ঘর।  
ডুবে যাবো হয়তো তোমাদের গ্লানির কোটরে। 

তাই না হয় রেখো। সবাইকে যে খুশি করা যায় না। 

আমাকে ফেলে দিও অভিযোগের গন্ডিতে। 

ছুড়ে মেরো আমায় তোমাদের অহংকারের পাথর। 

তোমাদের স্বার্থপরতা কে বাঁচিয়ে রাখতে -

আমি এটাও মেনে নেবো খুশি মনে। 

দুর্বলকে যে দুর্বল বলা মানা। কি পরিহাস !

তুচ্ছ ব্যাপারে রুষ্ট হয় তারা যে দুর্বল জানি। 

আমায় আচ্ছাদিত করো তিক্ত কথার সজ্জাতে। 

করো আমায় পদদলিত, তোমাদের চক্রান্তকে -

এক পূর্ণতার আকার দেওয়ার স্বার্থে। 

জেনো সূর্যকে সাময়িক মেঘে ঢাকা যায়,

তবে তাঁর প্রতাপের হয়না কখনো হ্রাস। 

তোমাদের তিক্ত বাঁকানো মিথ্যা আছে,

যা সাঁপের চলনকেও লজ্জিত করে। 

আমি ও আমার বিবেক যে -

এক অনন্য রাজকীয় যুগলবন্দী। 

অজস্র আঘাতের মাঝে আমার অট্টহাসি -

করবে তোমাদের হতবাক জানি। 

কটু কথার দ্বারা রক্তাক্ত করতে পারো,

ঘৃণার আঁখিতে বিদ্ধ করার চেষ্টা করো। 

করো ছুরিকাঘাত আমায় বিশ্বাসের অন্তরালে। 

রেখো না ত্রুটি বাহুবল, কপটতা, ষড়যন্ত্রের। 

বিবেকের হাত ধরেই হবে উন্নত শির। 

প্রতি পদক্ষেপে যারা আমাকে করেছে অপমান,

এখন তাদের ক্লান্তি দেখে আমার করুণা হয়।

যতই উত্তপ্ত করো পরিবেশ, পরিস্থিতি,

আমি গলিত সোনার মতো জ্বলে উঠবো।



প্রসেনজিৎ দাস ©১৯৯৭-২০২৫


No comments:

Post a Comment