পৃথিবী ও স্বর্গ বেজে ওঠে, স্বাধীনতার -
সুরে সুরে । আমাদের আনন্দ যেন -
বেড়ে ওঠে শ্রবণকারী আকাশের -
মতো উঁচুতে । সমুদ্রের ধ্বনি যেন -
শোনা যায় চারিদিকে ।
নতুন উদীয়মান সূর্যের মুখোমুখি হও,
বিজয় না পাওয়া পর্যন্ত এগিয়ে চলো।
পাথুরে পথে চলেছি ও চলবো,
শাস্তির লাঠি হয়েছিল তিক্ততায় তীব্র।
সেই দিনগুলি অনুভূত হয়েছিল যখন -
মানুষের অজাত আশা মারা গিয়েছিল।
তবুও প্রতি স্পন্দনে আমরা অবিচলিত,
আমাদের পদচারণা ক্লান্ত হয়নি সেই -
জায়গায় এসে যার জন্য আমাদের -
পূর্বপুরুষরা দীর্ঘশ্বাস ফেলেছিলেন।
এমন পথ পেরিয়ে এসেছি যা অশ্রুসিক্ত -
হয়েছে। আমরা এসেছি নিহতদের রক্তের -
মধ্য দিয়ে। পথ পাড়ি দিয়ে বিষণ্ণ অতীত -
থেকে আমরা আসবো বেরিয়ে ।
প্রসেনজিৎ দাস ©১৯৯৭-২০২৫
No comments:
Post a Comment