Tuesday, October 28, 2025

যৌবনের ক্ষয়

প্রাসাদ হারিয়েছে তার যৌবনের আলো। 
অলংকৃত রমণীর ন্যায় থাকতো সেজে। 
আজ নেই কারোর আকর্ষণের পরিধিতে। 
সবার নজর থেকে গেছে মুছে। 

স্মৃতি ও খ্যাতিতে ছিন্নভিন্ন।

যৌবনের ত্বকের লালিমা, মাধুর্য যেন -

ছিল সেই প্রাসাদের উঁচু মিনারে। 

ক্ষমতার ছিল প্রতীক। ছিল সবার -

চোখের তৃপ্তির খোরাক। আজ রয়ে -

গেছে পুরাতন সৌন্দর্যের ছায়া মাত্র। 


অন্দর মহলের প্রদীপের মতন কতো -

রানীর আশা আকাঙ্খার বাতি হয়তো -

সম্পূর্ণতার শিখরের রাত পার করার -

আগেই গেছে নিভে। সে জানা অসম্ভব। 


দেওয়ালে কান রাখলে শোনা যায় -

তাঁদের দীর্ঘশ্বাস, সিক্ত নয়নের গল্প।  

পলেস্তারা খসে যাওয়ার মতনই -

যুবতীর রূপ মুর্ঝ যাওয়ার কাহিনী। 

সময় যে কারোর জন্যে থেমে যাবে না। 

তাঁর নেই বিশ্রাম, নেই বার্ধক্য, নেই ক্ষয়।  


প্রসেনজিৎ দাস ©১৯৯৭-২০২৫


No comments:

Post a Comment