Thursday, October 30, 2025

যদি হয়

পৃথিবী কি কখনও এমন হবে,

একই ডালে ঘুঘু আর ঈগল?

যুদ্ধের নৃশংসতায় চলা গুলি যাবে থেমে, 

আর রক্তাক্ত যুদ্ধক্ষেত্র হবে সবুজ উপত্যকা ।


শিখরে থাকা জীবগুলো কখন জানবে যে -

কান্না আর হাহাকার সর্বত্র একই রকম?

তারা যা বপন করে তাই ফলনে হবে। 

আশ্রয়ের জন্য নেই আর জায়গা।


যুদ্ধের লুণ্ঠন, বিধবাদের কান্না,

শকুনের চোখেও যন্ত্রণার উদ্রেক করে।

কেউ অন্তিমে পায় অগ্নির আলিঙ্গন,

কেউ পায় মাটির শান্তি আর কিছু -

সময়ের আগে প্রতিশ্রুত জীবন হয় শেষ ।


সত্যিই এখনও শুনতে পাও না,

মৃতরা কীভাবে কবর থেকে কথা বলে?

প্রতিটি অশ্রুর পেছনে নীরব গল্প, জীবিতরা -

কীভাবে সাহসীদের করেছে অসম্মান ।


আসবে কি সময়, ঘুঘুর মুখে জলপাইয়ের ডাল?

কোন ছাই নেই, পোড়ানোর কিছুই নেই, সব -

কেবলই বেঁচে থাকার আর নির্মাণের জন্য প্রচেষ্টা।


প্রসেনজিৎ দাস ©১৯৯৭-২০২৫


No comments:

Post a Comment