অসীম তীরে পরে রয়েছি।
লক্ষ লক্ষ ফোঁটা একত্রে ছুটে আসে -
আমার ওপর মহা উল্লাশে আছড়ে পরে।
বহুকাল পেরিয়ে ঢেউ করেছে উপহাস,
যখন তারা ফেনা হয়ে করে আলিঙ্গন।
ওরা আমার হৃদয়ে আঘাত করেনি কখনো,
যদিও তারা ছিল পাহাড়ের ন্যায় উঁচু।
অসংখ্য বালুর কণা আমি ধরে রেখেছি,
অনাদী কাল পেরিয়ে আরও পার হবো ।
নীরবে, নির্দ্বিধায়, শিশু কে রক্ষার ন্যায় -
আমি আগলে রেখেছি সৈকতের গঠন।
নিভৃতে, বিশ্বাসে, ধৈর্য্য এই সম্পর্কের জন্ম।
বর্বরদের মতো আঘাতকারী ঢেউয়ের -
বিরুদ্ধে আমি মাথা উঁচু করে রেখেছি ।
প্রতিবার পরীক্ষণে হয়েছি উত্তীর্ণ, তবে -
পরীক্ষা যে চলবে চিরন্তন, ওরাও জানে।
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫
No comments:
Post a Comment