মৃত পাতা দিয়ে স্বর্ণ পিঙ্গলে সজ্জিত পথ -
আমায় করলো মুগ্ধ ও চিন্তায় মগ্ন ।
মনোকষ্ট যে, আমি দুজনের সাথে সঠিক -
বিচার করতে অক্ষম হয়ে রয়ে যাবো।
কতো অজানা সৌন্দর্য রয়ে যায়, যে পায় না -
ক্লান্ত পথিকের মনোরম ভালো লাগার আমেজ।
কিছু সময় ব্যাতিত করে, বক পাখির মতন -
মুখ বাড়িয়ে বুঝতে চাইলাম কি রয়েছে অপেক্ষায়।
নিলাম ভিন্ন রাস্তা, তাঁরও ছিল ন্যায্য দাবি।
সম্ভবত সে আরও মায়াবিনী কারণ সেই পথে -
নেই কোনো প্রাণের চলার স্মৃতি জড়ানো।
পরিপূর্ণ যৌবনের মতনই সবুজের সাজ।
পথিকের নজর থেকে আড়াল করা,
অপরূপ লাবণ্যে আবৃত, রমণীর ন্যায়
অপেক্ষায়, সেই আকাঙ্খিত শুভ দৃষ্টির।
অজানাকে দেখার, অজানাতে হারানোর -
প্রলোভন নিয়ে চলে অচিন পথের দিকে।
প্রসেনজিৎ দাস ©১৯৯৭-২০২৫
No comments:
Post a Comment