Wednesday, October 29, 2025

প্রদীপের লড়াই

স্বর্গ থেকে আসা এক ঝাপটা হোক,
অথবা হোক উত্তরের তীব্র ঠান্ডা বাতাস।

কালো কাকের শিহরণ জাগানো ডাক,
অথবা সাহসী মনে হয় নরকীয় ক্রোধ।

অল্প রোশনাইয়ের ছোট প্রদীপ কি বা -

করতে পারে, যার মৃদু শিখা জ্বলছে?


অদ্বিতীয় নীরব গর্জনের সাথে সমস্ত -

প্রতিকূলতার বিরুদ্ধে দীপ্তি তার -

পিঙ্গল ও নীলিমার মাধুর্য ধরে আছে।


বৃষ্টির কাছে হার না মানা, ঝড়ের সম্মুখে -

মাথা উঁচু করে থাকাই হলো, এক অজেয় -

দীপ্তির জীবন গাঁথা।


ক্ষুদ্র শিখা জীবনের অনেক অতিকায় -

আকারের লড়াই জেতার দেয় শিক্ষা ।


প্রসেনজিৎ দাস ©১৯৯৭-২০২৫


No comments:

Post a Comment