Friday, October 31, 2025

স্বপ্ন হত্যা

কখনও আমি অন্ধকার দিনের অন্ধকারে দেখি স্বপ্ন ।

রাতের উজ্জ্বলতম আলোকে, স্বর্ণালী প্রান্তের দিকে যাত্রা !

আমি স্বপ্নে কেবল সেরাটিই দেখতে পাই

যা হয়নি খোলা চোখে ।


মেঘ থেকে অশ্রু, তারপর একটি উজ্জ্বল ঝলক

নতুন দিনের উত্থানের সাথে জাগিয়ে তোলে আমায়।

স্বপ্ন একটি শিশুর মতো - অপরাধবোধমুক্ত একটি -

মিষ্টি স্বপ্নে নির্দোষ এবং মুক্ত।


পরবর্তী এক স্বপ্ন অন্যটিকে হত্যা করে, অথচ -

এই স্বপ্নের জন্য আমার উচ্চ আশা ছিল।

আমি বরং এর সাথে থাকতে চেয়েছিলাম। 

একটি চিরন্তন দলের মতো,

একসাথেই যাত্রা করতে চেয়েছিলাম।


আমার সুন্দর স্বপ্নময় জীবনের পাতাগুলিতে -

হীরার মতন শিশিরের ছোঁয়ায় সাজানো।  

কি হতো যদি আমার স্বপ্ন সত্য হতো ?

জীবন কি নিজেই হতো একটি অন্তহীন স্বপ্ন?


জীবনটা সুন্দর রঙে গড়া হবে, আর এই -

স্বপ্নটি আমার স্বপ্নের মধ্যে বেঁচে থাকবে!


প্রসেনজিৎ দাস ©১৯৯৭-২০২৫ 


No comments:

Post a Comment